বিশ্বজুড়ে বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ব্যবহার। এআই-ক্ষেত্রে বিশ্বগুরু হয়ে উঠছে ভারত। এই পরিস্থিতিতে মঙ্গলবার প্যারিসে এআই অ্যাকশন সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এআই-এর ব্যাপক প্রশংসা করলেন। এআই চালিত ভবিষ্যতের জন্য মানুষের দক্ষতা বৃদ্ধিতে বিনিয়োগের আহ্বান জানালেন তিনি। একইসঙ্গে এআই নিয়ে কিছুটা সতর্কও করলেন তিনি। প্যারিসের ওই সম্মেলন থেকেই প্রধানমন্ত্রী ঘোষণা করেন, পরবর্তী আন্তর্জাতিক এআই সামিটের আয়োজন করবে ভারত।
এআই আসার ফলে কর্মসংস্থান কি কমবে? বিশ্বজুড়েই এই প্রশ্ন উঠছে। এই নিয়ে আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, “ইতিহাস বলছে, প্রযুক্তির জন্য কাজ কখনও হারিয়ে যায় না। এর ধরন বদলে যায়। সেজন্যই এআই চালিত ভবিষ্যতের জন্য মানুষের দক্ষতা বৃদ্ধিতে আমাদের বিনিয়োগ করতে হবে।”
Leave a comment