একই সময়ে ভারতীয় দলে খেললেও তাঁদের সম্পর্ক কোনও সময়েই খুব মধুর ছিল না। মহেন্দ্র সিংহ ধোনির নিন্দা করতেই বেশির ভাগ সময় দেখা যেত তাঁকে। সেই হরভজন সিংহ আইপিএলের নতুন মরসুম শুরু হওয়ার আগে শুধুই ধোনির প্রশংসা করলেন। এমনকি ধোনিকে তাঁর দেখা সেরা অধিনায়কও বলেছেন ভাজ্জি।
Leave a comment