বাংলাদেশ জুড়ে নারী ও শিশু নির্যাতনের অজস্র ঘটনার অভিযোগে এ বার নিশানা হলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গির আলম চৌধুরী। ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ নামে বামপন্থী ছাত্রছাত্রীদের তৈরি মঞ্চটি বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মশাল মিছিল ও অবস্থান করে, তার প্রধান দাবি ছিল ‘অপদার্থ ও ব্যর্থ’ স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ। এ দিন সন্ধ্যায় বিশাল মিছিলটি বিশ্ববিদ্যালয় চত্বরের অনেকটা এলাকা পরিক্রমা করে। মিছিল থেকে স্লোগান দেওয়া হয়— ‘ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণ করতে হবে’, ‘খুন ধর্ষণ যেখানে, লড়াই হবে সেখানে‘, ‘খুন ধর্ষণ নিপীড়ন, রুখে দাও জনগণ’, ‘হামলা মামলা হুলিয়া, নিতে হবে তুলিয়া’। মঙ্গলবার এই মঞ্চের একটি মিছিলের উপরে চড়াও হয়ে প্রচণ্ড মারধর করে ইউনূস সরকারের পুলিশ। বহু পড়ুয়া তাতে জখম হন। এ দিন অবশ্য তেমন কিছু হয়নি। আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়া মাগুরার এক শিশু এক সপ্তাহ সংজ্ঞাহীন অবস্থায় থেকে এ দিন দুপুরে মারা গিয়েছে। তাকে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করে এ দিন ছাত্রদের মিছিলটি শুরু হয়।
Leave a comment