ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মরসুম শুরু হচ্ছে ২২ মার্চ। উদ্বোধনী ম্যাচেই ধুন্ধুমার। কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হতে চলেছে নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কলকাতা নাইট রাইডার্স ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। সে কারণে এ বার ইডেন গার্ডেন্সে যেমন উদ্বোধনী ম্যাচ তেমনই ফাইনালও। প্রতিযোগিতার দ্বিতীয় দিন বড় ম্যাচ। আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দুই দল মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস মুখোমুখি হতে চলেছে। হোম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কেমন হতে পারে চেন্নাই সুপার কিংসের একাদশ?
আইপিএলের ইতিহাসে অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস। ঘরের মাঠে তাদের হারানো খুবই কঠিন। স্পিন সহায়ক পিচে আবারও জুটি বাঁধতে চলেছেন রবীন্দ্র জাডেজা ও রবিচন্দ্রন অশ্বিন। নেতৃত্ব দেবেন ঋতুরাজ গায়কোয়াড়। তবে উইকেটের পিছন থেকে তাঁকে সহযোগিতা করার জন্য রয়েছেন ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি। সিএসকে-তে তাঁর চেয়ে বড় স্টার আর কেউ নেই।
Leave a comment