আজ বলিউডের অন্দরমহলে বিগ-সেলিব্রেশন। কারণ, আমির খানের জন্মদিন বলে কথা। এদিন মধ্য রাতেই ইন্ডাস্ট্রির দুই বন্ধু শাহরুখ খান, সলমন খান হাজির হয়েছিলেন তাঁর বাড়িতে। এমন জন্মদিন বহুদিন পর তাঁর জীবনে এসেছে। এদিন দুপুরে কেক কেটে সকলের সঙ্গে জন্মদিন সেলিব্রেট করলেন মিস্টার পারফেকশনিস্ট। আর সেখানেই তিনি জানালেন, দোলযাত্রার ঠিক আগের দিন তাঁর জন্ম হয়েছিল। এবার জন্মদিনটা তেমনই তিথিতে পড়েছে। বহু বছর পর। তাই তাঁর মন বেশ খুশি। আর সেই খুশির মুহূর্তে সকলের সঙ্গে এক আনন্দের মুহূর্তও ভাগ করে নিলেন আমির খান।
Leave a comment