কংগ্রেস-শাসিত কর্নাটকে সরকারি প্রকল্পে মুসলিম ঠিকাদারদের ৪% সংরক্ষণের সুবিধা দেওয়ার সমালোচনায় সরব হলেন বিজেপি নেতৃত্ব। দলের বক্তব্য, রাহুল গান্ধীর নির্দেশে এ হল কংগ্রেসের সংখ্যালঘু তোষণের নীতি। ধর্মের ভিত্তিতে সরকারি ঠিকার বরাত দেওয়া যায় না। বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদের কটাক্ষ, ‘‘তোষণের রাজনীতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, পারলে এ বারে ট্রেনের টিকিটেও সংরক্ষণের সুবিধে চাইবেন।’’
Leave a comment