বাড়ির পরিচারিকা আচমকা গরহাজির। এ দিকে গোটা সংসারের কাজ পড়ে। ঘরবাড়ি অপরিচ্ছন্ন। এই সমস্যার সমাধানে ১৫ মিনিটের মধ্যে বাড়িতে পরিচারিকা ডেকে নেওয়ার পরিষেবা চালুর ঘোষণা করেছে একটি অ্যাপ নির্ভর পরিষেবা সংস্থা। তা নিয়েই উত্তাল নেট-দুনিয়া। অভিযোগ উঠেছে, সাধারণ মানুষের স্বাচ্ছন্দ্যের নামে কর্মীদের শোষণ করা হচ্ছে। গিগ কর্মী বা অ্যাপ নির্ভর পরিষেবা সংস্থার কর্মীদের সংগঠনের প্রশ্ন, মানুষ কি যন্ত্র? চাইলেই কি তাঁকে ছেঁটে ফেলা যায়?
Leave a comment