কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার! যখন তখন ছাঁটাই! মহিলাদের প্রতি কুরুচিপূর্ণ আচরণ। তথ্য চুরি। চিনের সঙ্গে তথ্য ভাগ! চিনকে নিজেদের সার্ভারের অ্যাকসেস দেওয়া। আরও কত কী! বিশ্বের এক নম্বর সোশ্যাল মিডিয়া সাইট ফেসবুকের অন্দরের একগুচ্ছ ‘কেচ্ছা’ এবার ফাঁস করলেন সংস্থারই এক প্রাক্তন কর্মী। আর এই অভিযোগকে কেন্দ্র করেই এখন তুলকালাম চলছে মার্কিন মুলুকে। ঘটনার অভিঘাত এতটাই, যে খোদ সংস্থার শীর্ষ কর্তাদের ময়দানে নামতে হয়েছে যাবতীয় অভিযোগ খণ্ডন করতে।
সারা উইন উইলিয়ামস একজন প্রাক্তন মেটা-র কর্মী। কমবেশি প্রায় ৭ বছর তিনি সংস্থাতে কাজ করেছে তাও আবার বেশ উচ্চপদে। তিনি ছিলেন পলিসি মেকার। তিনি তাঁর নতুন বই, ‘কেয়ারলেস পিপল, এ কশনারি টেল অফ পাওয়ার, গ্রিড অ্যান্ড লস্ট আইডিওলিজম’ বইতে ফেসবুক (আধুনা মেটা) কর্তা মার্ক জুকারবার্গ-সহ শীর্ষস্থানীয়দের বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ তুলেছেন। তাঁর অভিযোগ, মেটা কর্তা নিজেই সংস্থার একজন হঠকারী ব্যক্তি। যিনি চিনে ব্যবসা বাড়াতে এতটাই আগ্রহী, যে প্রয়োজনে চিনা কমিউনিস্ট সরকারের যাবতীয় বিধিনিষেধ মেনে নিতে তৈরি ছিলেন। শুধু তৈরিই নন, চিনকে সাহায্য করতে নিজেই আগে বাড়িয়ে বেজিংয়ের বেঁধে দেওয়া সেনসরশিপও মেনে নিয়েছেন। এমনকী চিনা কমিউনিস্ট সরকার বিরোধী কনটেন্ট ‘সেনসর’ করতে তিনি মেটার ‘এআই’ বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ নিজে ব্যবহার করতে দিতে রাজি ছিলেন। আর এই গোটা প্রক্রিয়াটাই চলছিল মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটকে লুকিয়ে চুরিয়ে।
Leave a comment