মিয়ানমারের ভয়াবহ ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই এবার আরও বড় বিপদের আভাস দিল জাপান। দেশটির বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, যে কোনো সময় আঘাত হানতে পারে ৮ থেকে ৯ মাত্রার ‘মহাভূমিকম্প’, যা কেবল জাপান নয়, পুরো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে!
৩ লাখের বেশি মানুষের মৃত্যু হতে পারে! জাপান সরকারের নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, এই ‘মহাভূমিকম্প’ এবং সুনামির ফলে প্রাণ হারাতে পারেন তিন লক্ষাধিক মানুষ! আর্থিক ক্ষতির পরিমাণ ছাড়িয়ে যেতে পারে ২ লাখ কোটি ডলার, যা দেশটির মোট জিডিপির প্রায় অর্ধেক!
‘নানকাই ট্রফ’ই বিপদের উৎস?
বিজ্ঞানীদের মতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল হতে পারে সমুদ্রের নিচের এক বিশাল চ্যুতি, যা ‘নানকাই ট্রফ’ নামে পরিচিত। এটি শিজুওকা থেকে কিউশু পর্যন্ত বিস্তৃত প্রায় ৮০০ কিলোমিটার এলাকাজুড়ে অবস্থিত।
বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ। ২০১১ সালের ফুকুশিমা বিপর্যয়ের পর থেকে জাপান এই ধরনের দুর্যোগের আগাম সতর্কতা জারি করে আসছে। কিন্তু এবার তারা আরও জোরালোভাবে ভবিষ্যদ্বাণী করছে—যেকোনো মুহূর্তে ধ্বংসযজ্ঞ নামতে পারে!
জাপান কি এবার সত্যিই মহাবিপর্যয়ের মুখোমুখি?
Leave a comment